২ বছর পর বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু
ভারত থেকে দুই বছর পর বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। আজ সোমবার সকালে প্রথম চালানে তিন ট্রাকে ১০৫ টন চাল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে আনা হয়।
যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট এই চাল আমদানি করেছে। প্রতিষ্ঠানটি এক লাখ পাঁচ হাজার কেজি বাসমতী নয় এমন চাল আমদানি করেছে।
প্রতিষ্ঠানটির আরও ১০০ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়।
সিএন্ডএফ এজেন্ট হোসেন অ্যান্ড সন্স বেনাপোল বন্দর থেকে চাল খালাসের জন্য কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজ জমা দিয়েছেন।
আমদানিকারকের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, ভারত থেকে ১০০ টন চালের আমদানি দাম ৪৫ হাজার ১৫০ ডলার। আমদানি করা চালের কেজিপ্রতি দাম দাঁড়িয়েছে প্রায় ৫২ টাকা। এর সঙ্গে আছে এলসি, পরিবহন, বন্দরের ভাড়া, ব্যাংকসহ অন্যান্য খরচ। সেই হিসাবে প্রতি কেজি চালের দাম দাঁড়াবে ৫৫ টাকা।
আমদানিকারকরা ডেইলি স্টারকে জানান, দেশের বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় সরকার আমদানি শুল্ক তুলে নিয়েছে। চাল আমদানির জন্য ২৪ জনকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে যশোরের ১২ জন ৭৩ হাজার টন সেদ্ধ ও ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি পেয়েছেন।
তারা আরও জানান, শর্ত অনুসারে আমদানিকারকরা সঠিক সময়ে চাল আমদানি করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব চাল আমদানি করে বাজারজাত করা সম্ভব নয়।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী হেমন্ত কুমার সরকার ডেইলি স্টারকে বলেন, 'আমদানিকারক প্রতিষ্ঠান মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট প্রথম চালানে ১০৫ টন চালের আইপি সার্টিফিকেট নিয়েছেন। এই আমদানিকারকের আরও ১০০ টন চাল সীমান্তের ওপারে আছে।'
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী ডেইলি স্টারকে জানান, খাদ্য মন্ত্রণালয় গত ১১ নভেম্বর ২৪ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেয়। এর মধ্যে এক লাখ ২০ হাজার টন সেদ্ধ ও ৫৫ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের শর্তে বলা হয়েছে, আমদানিকারকদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব চাল দেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি ইস্যু করা যাবে না। আমদানি করা চাল অন্য প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা চাল বস্তায় বিক্রি করতে হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে বেনাপোল বন্দরে ১০৫ টন চালের প্রথম চালান এসেছে। চালগুলো ট্রাক থেকে ট্রাকে খালাসের জন্য বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।'
কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে চাল দ্রুত হস্তান্তরের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Comments