ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডসে সম্মানীত ৩ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও যুগান্তকারী সাফল্যের জন্য বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসে (বিবিএ) সম্মানীত হলেন তৈরি পোশাক ব্যবসায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক, ইস্পাতশিল্প প্রতিষ্ঠান, ব্যাংক ও এক নারী উদ্যোক্তা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লুতে ডিএইচএল এক্সপ্রেস ও দ্য ডেইলি স্টারের উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বছর বিজনেস পারসন অব দ্য ইয়ার, বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার, বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার, আউটস্ট্যান্ডিং ওমেন ইন বিজনেস ও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বিজনেস পারসন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন।

বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার পেয়েছে পূবালী ব্যাংক।

বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে দেশের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএসআরএম।

পোশাক প্রতিষ্ঠান ক্লথস 'আর' আস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কিয়াও সেইন থাই ডলি পেয়েছেন আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস অব দ্য ইয়ার পুরস্কার।

তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে কর্মরত কোরিয়ান গার্মেন্টস জায়ান্ট ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারপারসন কিহাক সাংকে বাংলাদেশে রপ্তানি খাত, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয়।

ডিএইচএল ও ডেইলি স্টার উদ্যোক্তা সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতির প্রচেষ্টা হিসেবে ২০০০ সাল থেকে ব্যবসায়ীদের মধ্যে সেরাদের সম্মানিত করে আসছে।

পুরস্কার প্রবর্তনের পর থেকে ডিএইচএল ও দ্য ডেইলি স্টার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্বীকৃতি দিয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠান লাখো মানুষের কাজের সুযোগ তৈরি করেছে। দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথে অবদান রেখেছে।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

1h ago