পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য প্রত্যাহার করল ভারত

স্টার ফাইল ফটো

মহারাষ্ট্র রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কৃষকদের আয় বাড়াতে পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য (এমইপি) প্রত্যাহার করেছে ভারত সরকার।

দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) গতকাল শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

চলতি বছরের মে মাসে ভারত পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও ন্যূনতম রপ্তানিমূল্য হিসেবে প্রতিটন পেঁয়াজের দাম ৫৫০ ডলারে বেঁধে দেওয়া হয়েছিল। অর্থাৎ, এতদিন কৃষকরা এই দামের চেয়ে কম দামে বিদেশে তাদের উৎপাদিত পেঁয়াজ বিক্রি করতে পারতেন না।

ডিজিএফটি'র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম রপ্তানিমূল্য (এমইপি) প্রত্যাহারের সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।'

ভারতের খুচরা বাজারে এখনো রান্নাঘরের অন্যতম এই অনুষঙ্গটি উচ্চ দামে বিক্রি হচ্ছে। তা সত্ত্বেও ন্যূনতম রপ্তানিমূল্য প্রত্যাহারের এই সিদ্ধান্তটি নেওয়া হলো।

দেশটির ডিপার্টমেন্ট অব কনজ্যুমারস অ্যাফেয়ার্সের তথ্য অনুসারে, গতকাল শুক্রবার সারা ভারতে প্রতি কেজি পেঁয়াজের গড় দাম ছিল ৫০ দশমিক ৮৩ রুপি। এক্ষেত্রে অঞ্চলভেদে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ ৮৩ রুপি ও সর্বনিম্ন ২৮ রুপিতে বিক্রি হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Bangladesh foreign policy

Assad’s ouster and the ever-changing world for Bangladesh

Do we have the expertise to tackle the crises and exploit the opportunities in the evolving geopolitical scenario?

10h ago