দুর্গাপূজা: বেনাপোলে আজ থেকে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আজ শুক্রবার থেকে টানা পাঁচ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়েছে।

তবে শুল্কভবন ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

সর্বশেষ খবর অনুসারে আজ সকাল থেকে চার হাজার ৭০০ যাত্রী পার হয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ২৫ অক্টোবর সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, দুর্গাপূজার ছুটির কারণে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে পেট্রাপোলের ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে তাদের জানিয়েছেন।

বেনাপোল শুল্কভবনের ডেপুটি কমিশনার অথেলা চৌধুরী জানান, দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এপারের বন্দরে পণ্য উঠানামা, খালাস ও পণ্যের শুল্কায়ন কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে।

Comments

The Daily Star  | English
Israel treating Palestinians

Israel treating Palestinians ‘as a subhuman group'

Says Amnesty Int'l, accuses Israel of 'committing genocide' in Gaza

2h ago