যে কারণে ১৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে হোন্ডা

হোন্ডা গাড়ি
ছবি: রয়টার্স ফাইল ফটো

রেয়ারভিউ ক্যামেরা ঠিক মতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতে সারা বিশ্ব থেকে প্রায় ১৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে হোন্ডা মোটরস।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যাহার করা গাড়িগুলোর মধ্যে আছে ২০১৮-২০২৩ ওডেসি, ২০১৯-২০২২ পাইলট ও ২০১৯-২০২৩ পাসপোর্ট।

এতে আরও বলা হয়, অনেক গাড়ির ক্যাবল সংযোগে সমস্যা থাকায় রেয়ারভিউ ক্যামেরার ছবি ডিসপ্লেতে ঠিকমতো আসছে না।

হোন্ডা মোটরস সংবাদমাধ্যমকে জানায়, যুক্তরাষ্ট্র থেকে ১২ লাখ, কানাডা থেকে ৮৮ হাজার ও মেক্সিকো থেকে ১৬ হাজার গাড়ি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

২০২১ সালে হোন্ডা মোটর তাদের যেসব গাড়ির রেয়ারভিউ ক্যামেরায় সমস্যা হচ্ছে, সেগুলোর ওয়ারেন্টির সময় বাড়ানোর ঘোষণা দেয়।

গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৭ সালের মে থেকে চলতি জুন পর্যন্ত এনএইচটিএসএর কাছে এই সমস্যা নিয়ে ২ লাখ ৮৩ হাজার ৮৭০টি গাড়ির ওয়ারেন্টি বাড়ানোর দাবি জানানো হয়েছে।

তবে এ সংক্রান্ত কোনো দুর্ঘটনার সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, হোন্ডার ডিলাররা ভালোমানের ক্যাবল দিয়ে পুরনো ক্যাবল বদলে দেবেন।

Comments

The Daily Star  | English

'Interim govt weakest in history', polls should be held by 2025

BNP Vice President Asaduzzaman Ripon says such a weak govt may put independence and sovereignty at risk, worsen the law and order situation

15m ago