মিনিকেট চাল বিক্রি বন্ধে অভিযান চালাবে জাতীয় ভোক্তা অধিদপ্তর

ছবি: সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন, মিনিকেট প্রকৃতপক্ষে চালের কোনো জাত নয়। বাজারে মিনিকেট চাল বিক্রি বন্ধ করতে আমরা অভিযান শুরু করবো।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে সুপার শপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শফিকুজ্জামান বলেন, 'আমাদের মোটা চাল খাওয়ার অভ্যাস করতে হবে। এ চালের স্বাদও ভালো।'

তিনি বলেন, সুপার শপগুলো ৫৮ টাকায় চাল কিনলেও, 'প্রিমিয়াম' ও 'সুপার প্রিমিয়াম' নামে অনেক লাভে চাল বিক্রি করে বলে অধিদপ্তর জানতে পেরেছে।

প্রকৃত পরিস্থিতি জানতে অধিদপ্তর শিগগির সংশ্লিষ্ট সাপ্লাই চেইন এবং সুপার শপ ব্যবসায়িদের সঙ্গে আরেকটি বৈঠক করবে বলেও জানান তিনি।

বৈঠকে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আগোরা, স্বপ্ন, ইউনিমার্ট, মীনা বাজার ও প্রিন্স বাজারসহ বিভিন্ন সুপার শপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

COP29 and the stakes for Bangladesh

The distribution of benefits is unequal between buyers and sellers.

3h ago