চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার আমদানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, 'চলতি অর্থবছরে সরকার ১০ লাখ টন চাল আমদানির লক্ষ্য রেখেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।'

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যে ভিয়েতনাম থেকে ২ দশমিক ৩ লাখ টন ও ভারত থেকে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে।

'মিয়ানমার থেকে ২ লাখ টন চাল আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে', যোগ করেন তিনি।

যতদিন প্রয়োজন হবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম সরকার চালু রাখবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

Comments

The Daily Star  | English
Drug sales growth slows amid high inflation

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

17h ago