প্রভিডেন্ট ফান্ডে কর ১৫ শতাংশই থাকছে

প্রভিডেন্ট ফান্ডে কর বাড়ছে
অলঙ্করণ: আনোয়ার সোহেল/স্টার ডিজিটাল গ্রাফিক্স

আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রভিডেন্ট, গ্র্যাচুইটি, সুপারঅ্যানুয়েশন ও পেনশন তহবিল থেকে অর্জিত আয়ের ওপর কর হার আগের ১৫ শতাংশই থাকছে।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রভিডেন্ট ফান্ড থেকে আয়ের ওপর বর্তমান ১৫ শতাংশ কর আগামী অর্থবছর পর্যন্ত অব্যাহত থাকবে।

গতকাল জাতীয় সংসদে উত্থাপিত বিলে এই করহার ২৭ দশমিক পাঁচ শতাংশ করার প্রস্তাব রাখা হয়। পরে এনবিআর তাদের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এই হার কমিয়ে বর্তমান ১৫ শতাংশই থাকার কথা জানায়।

বিজ্ঞপ্তিতে এনবিআর স্পষ্ট করেই জানিয়েছে, প্রভিডেন্ট, গ্র্যাচুইটি, সুপারঅ্যানুয়েশন ও পেনশন তহবিল থেকে অর্জিত আয়ের ওপর কর হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। সব প্রতিষ্ঠানকেই আয়কর আইনের কিছু নিয়ম মেনে চলতে হবে বলেও উল্লেখ করেছেন তারা।

(বিশেষ দ্রষ্টব্য: অর্থ বিল ২০২৪ এর ওপর ভিত্তি করে এর আগে প্রতিবেদনে বলা হয়েছিল, প্রভিডেন্টসহ অন্যান্য অবসর তহবিল থেকে আয়ের ওপর করের হার আগামী অর্থবছর থেকে ২৭.৫ শতাংশ হবে। আমরা এই ত্রুটির জন্য দুঃখিত।)

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

17m ago