আগামীকাল ‘ঢাকা অ্যাটাক’

আগামীকাল ঢাকা অ্যাটাক হবে! তবে এটি বাস্তবে নয়, রুপালি পর্দায়। বাংলাদেশ পুলিশের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত এই সিনেমায় পুলিশের বিভিন্ন অভিযান, তাদের গ্রাউন্ডওয়ার্ক, প্রশিক্ষণ, জবাবদিহিতা ইত্যাদি খুব কাছ থেকেই দেখতে পাবেন দর্শকরা।
Dhaka Attack
“ঢাকা অ্যাটাক” ছবির একটি দৃশ্যে আরিফিন শুভ এবং মাহিয়া মাহি। ছবি: সংগৃহী

আগামীকাল ঢাকা অ্যাটাক হবে! তবে এটি বাস্তবে নয়, রুপালি পর্দায়। বাংলাদেশ পুলিশের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত এই সিনেমায় পুলিশের বিভিন্ন অভিযান, তাদের গ্রাউন্ডওয়ার্ক, প্রশিক্ষণ, জবাবদিহিতা ইত্যাদি খুব কাছ থেকেই দেখতে পাবেন দর্শকরা।

সারাদেশে ১১০টি সিনেমা হলে মুক্তি পেতে যাওয়া ছবিটিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ পুলিশের এক অজানা অধ্যায়।

দীপংকর দীপন পরিচালিত “ঢাকা অ্যাটাক” ছবির টিজার এবং গান ইতোমধ্যে দর্শকদের মধ্যে আলোচিত হয়েছে।

ছবিটির অভিনেতা আরিফিন শুভ দ্য ডেইল স্টার অনলাইনকে বলেন, “শুটিং অনেক আগে শেষ হয়েছিল। কিন্তু, কারিগরি অংশটুকু সুন্দরভাবে উপস্থাপনের জন্য ছবি মুক্তিতে এতো সময় লেগেছে।”

ঢাকা, বান্দরবান এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রে ‘ঢাকা অ্যাটাক’ নতুন কিছু যোগ করবে।”

ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন মাহিয়া মাহি। তিনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সাংবাদিকের চরিত্রটি ফুটিয়ে তুলতে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। এ ছবিতে অনেক গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করেছি। এ ধরনের গল্পে এর আগে ছবি নির্মাণ করা হয়নি বলে আমার বিশ্বাস।”

“সবাই জানেন, ছবিটির সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। ছবির কাজটি ছিল বেশ চ্যালেঞ্জিং,” যোগ করেন মাহি।

Comments

The Daily Star  | English
ADB loan to Bangladesh

ADB cuts Bangladesh’s growth forecast due to political unrest

The ADB has lowered its forecast for Bangladesh’s economic growth to 5.1 percent for the current fiscal year, primarily due to supply disruptions caused by political unrest in July and August 2024

4h ago