সিনেমার গল্পে সিনেমা

অভিনেতা আলমগীর পরিচালিত “একটি সিনেমার গল্প” ছবির শুটিং শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর। এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে সেদিন উপস্থিত ছিলেন আলমগীর, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা, আরিফিন শুভ ও সাবেরি আলম।
Alamgir
৯ সেপ্টেম্বর, ২০১৭ এফডিসিতে আঁখি আলমগীর, রুনা লায়লা, আলমগীর, ঋতুপর্ণা, আরিফিন শুভ প্রমুখ। ছবি: দ্য ডেইলি স্টার

অভিনেতা আলমগীর পরিচালিত “একটি সিনেমার গল্প” ছবির শুটিং শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর। এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে সেদিন উপস্থিত ছিলেন আলমগীর, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা, আরিফিন শুভ ও সাবেরি আলম।

শুটিংয়ের প্রথমদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কণ্ঠশিল্পী রুনা লায়লা, হাসান ইমাম, আঁখি আলমগীর প্রমুখ।

অভিনেতা, পরিচালক আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটি এখানকারই সিনেমার গল্প নিয়ে। একটি সিনেমার ভেতরের গল্প নিয়েই ‘একটি সিনেমার গল্প’ ছবিটি। পুরো ছবির শুটিং বাংলাদেশেই হবে। প্রথম ধাপে টানা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং চলবে।

ঋতুপর্ণা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেকদিন পর বাংলাদেশের ছবিতে কাজ করতে যাচ্ছি। আগে বছরের অনেকটা সময় এদেশের ছবির কাজে ব্যয় করেছি। সেদিক দিয়ে এখানকার মানুষের সঙ্গে আমার সখ্যতা অনেক আগে থেকেই। এই ছবিটির মাধ্যমে এদেশের দর্শকদের সঙ্গে অনেক দিনের গ্যাপটা আবার পূরণ হবে।”

উল্লেখ্য, এর আগে আলমগীর পাঁচটি ছবি পরিচালনা করেছেন। ছবিগুলো হলো “নিষ্পাপ”, “নির্মম”, “বৌমা”, “মায়ের দোয়া” ও “মায়ের আশীর্বাদ”। তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে নতুন ছবিটি।

Comments

The Daily Star  | English

Legitimate reforms, polls impossible without Awami League: Joy

Sajeeb Wazed said he was happy with the army chief's timeline for elections within 18 months, though it was later than expected, but warned that genuine reform and polls were impossible without her party

1h ago