কোটি টাকার বিনিময়েও বিয়ে বাড়িতে গাইবেন না জানিয়েছিলেন কেকে

ভারতের প্রখ্যাত গায়ক কেকে মারা গেছেন
কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। ছবি: সংগৃহীত

বলিউডের খ্যাতিমান গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। 'কেকে' নামেই বেশি পরিচিত। দিল্লির এক মধ্যবিত্ত পরিবার থেকে ওঠে আসা 'কেকে' ছোটবেলা থেকেই প্রতিভাবান গায়ক ছিলেন। বলিউডের পেশাদার গায়ক, ব্লকবাস্টার প্লেব্যাক শিল্পী ছিলেন। কিন্তু অর্থের জন্য বিয়ে বাড়িতে গান করতে তার ছিল অনিচ্ছা। 

২০০৮ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেকে জানিয়েছিলেন, বিয়ে বাড়িতে গান গাওয়ার প্রস্তাবে তিনি কখনো সম্মতি দেইনি। তিনি বলেছিলেন, 'হ্যাঁ আমাকে ১ কোটি টাকা দেওয়া হলেও আমি কখনো বিয়ে বাড়িতে গাইব না।'  

এ ছাড়া অভিনয় করবেন কি না জানতে চাওয়া হলে তার উত্তর ছিল, 'ওহ প্লিজ! আমি অভিনয় করব না। কিছু বছর আগে অফার এসেছিল, সঙ্গে সঙ্গে না করে দিয়েছি।'

৫৩ বছর বয়সী কেকে গত ৩১ মে কলকাতায় মৃত্যুবরণ করেন। ২ জুন মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

Comments