কেকে’র চিরসবুজ ১০ গান
প্রখ্যাত ভারতীয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। যিনি কেকে নামে সর্বাধিক পরিচিত। গতকাল রাতে কলকাতার নজরুল মঞ্চে লাইভ পারফরম্যান্সের সময় অসুস্থ বোধ করেন এবং পরে মৃত্যুবরণ করেন। ৫৩ বছর বয়সী এই গায়কের আকস্মিক মৃত্যুতে সারা বিশ্বের ভক্তসহ পুরো মিউজিক ইন্ডাস্ট্রি শোকে ভেঙে পড়েছে।
কেকে সুরেলা কণ্ঠস্বর দিয়ে ভক্তদের মনে নিজের নাম খোদাই করে নিয়েছেন। বিশেষ করে 'তাড়াপ তাড়াপ কে' থেকে 'পেয়ার কে পাল' এর মতো গান তাক বাঁচিয়ে রাখবে কাল থেকে কালান্তর। বহুমুখী কণ্ঠস্বরের এই মানুষটি শ্রোতাদের সোনালী কিছু মুহূর্ত উপহার দিয়েছেন। যা ৯০-এর দশকের মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।
কেকের সংগীত প্রতিভাকে প্রথমে কাজে লাগিয়েছেন বিশাল ভরদ্বাজ। তাকে দিয়ে গুলজারের লেখা 'মাচিস' সিনেমার 'ছোড় আয়ে হাম ও গালিয়া' গানটি করান। গানটি আজও শ্রোতাদের পছন্দের তালিকায় আছে। এই গানটিতে আরও কয়েকজন শিল্পীর মাঝে কেকের কণ্ঠ গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছিল।
১৯৯৯ সালে সনি মিউজিকের ব্যানারে একক অ্যালবাম 'পাল'র জন্য সেরা গায়ক হিসেবে স্ক্রিন অ্যাওয়ার্ড পান কেকে। লেসলি লুইসের সঙ্গে জুটি বাঁধেন। 'পেয়ার কা পল' গানটি শ্রোতারা সাদরে গ্রহণ করেন।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া সালমান খান-ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত 'হাম দিল দে চুকে সনম' সিনেমার 'তাড়াপ তাড়াপ' গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। পরবর্তীতে প্রতিটি স্টেজ পারফরম্যান্সে এই গানটি গাইতেন তিনি।
সুজয় ঘোষ পরিচালিত 'ঝংকার বিটস' সিনেমার 'তু আশিকি হ্যায়' গানটি দারুণ জনপ্রিয়তা পায়।
মোহিত সুরি পরিচালিত 'লামহে' সিনেমার 'কেয়া মুঝে প্যায়ার হ্যায়' গানটিও কেকে ভক্তদের মাঝে স্মরণীয় করে রাখবে বহুকাল।
ফারাহ খান পরিচালিত ও শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভি নীত 'ওম শান্তি ওম' সিনেমার 'আঁখো মে তেরি' গানটিও কেকেও স্মরণীয় করে রাখবে দীর্ঘকাল।
কেকের আরেকটি জনপ্রিয় গান কোনাল দেশমুখ পরিচালিত 'জান্নাত' সিনেমার 'জারা সা দিল মে দে জাগা'।
অনুরাগ বসু পরিচালিত হৃতিক রোশান অভিনীত 'কাইটস' সিনেমার 'জিন্দেগি দো পল কী' গানটি কেকে'কে দারুণ জনপ্রিয়তা এনে দেয়। এই গানটি ছাড়া তার স্টেজশো যেন জমত না।
কোনাল দেশমুখ পরিচালিত ইমরান হাশমি-সোহা আলী খান অভিনীত 'তুম মিলে' সিনেমার 'দিল ইবাদত' গানটিও কেকে'র গাওয়া আরেকটি শ্রোতাপ্রিয় গান।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'দেবদাস' সিনেমার 'দোলা রে দোলা' গানটি পুরুষ শিল্পী ছিলেন কেকে। এই গানটিও শ্রোতাদের মাঝে তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল।
Comments