আনন্দমেলায় ৪ ক্লোজআপ তারকা

ক্লোজআপ-খ্যাত ওই ৪ শিল্পী। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলায় মৌলিক গান নিয়ে আসছেন ৪ সংগীতশিল্পী। ক্লোজআপ-খ্যাত শিল্পীরা হলেন—লিজা, সাব্বির, নিশিতা বড়ুয়া ও রাজীব।

দেশে-বিদেশে একসঙ্গে বিভিন্ন মঞ্চে গান করলেও আনন্দমেলার জন্য এবারই প্রথম তারা একসঙ্গে গান গাইলেন।

গানটির শিরোনাম 'খুশির দরোজা খুলে সকল জড়তা ভুলে'। সংগীতটির গীতিকার নীহার আহমেদ এবং সুর করেছেন বেলাল খান।

সম্প্রতি বিটিভির স্টুডিওতে গানটির শুটিং হয়েছে।

সংগীতশিল্পী সাব্বির দ্য ডেইলি স্টারকে বলেন, 'সত্যি কথা বলতে বিটিভির আনন্দমেলা ম্যাগাজিন অনুষ্ঠানটির প্রতি আমার ভালোবাসা সেই ছোটবেলা থেকে। সেখানে ৪ বন্ধু একসঙ্গে গান করতে পেরে খুব ভালো লাগছে।'

লিজা বলেন, 'আসন্ন ঈদকে ঘিরে অসাধারণ একটি গান করেছি ৪ জন মিলে। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।'

Comments