ঈদ ‘আনন্দমেলা’য় রাজ-পরী

পরীমনি ও শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা' প্রতিবারই থাকে নিত্যনতুন চমক। এবার চমক হিসেবে অনুষ্ঠানের বিশেষ এক পর্বে আড্ডায় অংশ নিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ।

আজ রোববার অনুষ্ঠানটির অন্যতম প্রযোজক হাসান রিয়াদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, 'আনন্দমেলা' উপস্থাপনায় প্রথমবার মতো দেখা যাবে অভিনয়শিল্পী আফরান নিশোকে।

নিশো তার অভিনীত নাটকের জনপ্রিয় ৪-৫ চরিত্রের সাজে অনুষ্ঠানটি সাজিয়ে তুলবেন।

'আনন্দমেলা'র পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।‌

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 'আনন্দমেলা' জুড়ে থাকছে নানান চমক। থিম সং তৈরি করা হয়েছে। এতে যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা।

থাকছে স্বনামধন্য ব্যান্ডশিল্পী মাকসুদের পরিবেশনা।

সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার ছবির জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে।

এ ছাড়াও, থাকছে সমসাময়িক বিষয়ের ওপর ৩ নাটিকা ও মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা।

ঈদুল আযহার দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে।

Comments

The Daily Star  | English

UN chief Guterres meets Prof Yunus in Davos

UAE invites Yunus to attend World Governments Summit in Dubai

44m ago