বিয়েবাড়ির আমেজে আজ ঈদের 'আনন্দমেলা'

ছবি: সংগৃহীত

আজ ঈদুল আজহায় রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে আনন্দমেলা। অনুষ্ঠানে নবদম্পতি সেজে উপস্থাপনা করবেন সাজু খাদেম ও রুকাইয়া জাহান চমক। 

বিটিভি সূত্রে জানা গেছে, বিয়েবাড়ির আদলে থাকছে আনন্দমেলা অনুষ্ঠান। দেখা যাবে, অভিনেতা পলাশ ও ইভানা আসেন সাজু খাদেমের বিয়েতে। এসে তারা খুনসুঁটি ও আড্ডায় মেতে ওঠেন। এরপর খলনায়ক মিশা সওদাগরের উপস্থিতি সবাইকে ভীত করে তোলে। বিয়েবাড়িতে আরও দেখা যাবে সোলাইমান সুখন, ডানা ভাই জোশকে।

ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী কনা, শফি মন্ডল ও মাহতিম সাকিব বিয়েবাড়ির অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। আতিয়া আনিসা 'চলো নিরালায়' গানটি  পরিবেশন করবেন। জমজ দুই ভাই দিব্য ও সৌম্যও থাকবেন।

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল হায়াত, দিলারা জামান এবং ওয়াহিদা জলি তাদের বিয়ে ও বিবাহিত জীবনের নানান ঘটনা-দর্শন জানাবেন অনুষ্ঠানে। চিত্রনায়িকা পূজা চেরী বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন। থাকছে  'জলের গান' ব্যান্ডের পরিবেশনা।

আনন্দমেলা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান, মাছুদ এ হাসান ও মো. হাসান রিয়াদ।

Comments

The Daily Star  | English

44th-47th BCS exams: PHQ for halting recruitment to 310 police posts

The Police Headquarters has recommended suspending the recruitment process for all 310 police cadre posts from the 44th to 47th Bangladesh Civil Service (BCS) examinations.

12h ago