অবসকিউর ব্যান্ডের টিপুর সঙ্গে গাইলেন শাওন মাহমুদ

অবসকিউর ব্যান্ডের টিপুর সঙ্গে গাইলেন শাওন মাহমুদ
সাঈদ হাসান টিপু ও শাওন মাহমুদ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড অবসকিউরের প্রতিষ্ঠাতা ও ভোকাল সাঈদ হাসান টিপুর নতুন গান 'চলো না যাই ফিরে' প্রকাশিত হয়েছে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন মাহমুদ।

গানের কথা লিখেছেন সুচিতা নাহিদ সালাম, সুর দিয়েছেন সাজ্জাদ কবির। মিক্স মাস্টারিং করেছেন মিশাল কবির এবং সংগীত পরিচালনা করেছে অবসকিউর টিম।

সাঈদ হাসান টিপু বলেন, 'অনেক দিন পর চাঁদরাতে নতুন গান প্রকাশ করেছি। ৭-৮ বছর তো হবে। তাই সুযোগটা মিস করতে চাইনি। শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।'

তিনি আরও বলেন, 'সবসময় ভালো কথার গান গাওয়ার চেষ্টা করি। এই গানের কথা শুনেই মনে হয়েছে একদম পুরনো দিনে ফিরে যাচ্ছি।'

'চলো না যাই ফিরে গানটির ভিডিওতেও অংশ নিয়েছেন সাঈদ হাসান টিপু ও শাওন মাহমুদ। ভিডিওটি 'অবসকিউর বাংলাদেশ' ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

Comments