সালমানের ‘টিউবলাইট’-এ আলোকিত নিউইয়র্কের টাইম স্কয়ার

Tubelight poster
নিউইয়র্কের টাইম স্কয়ারের বিভিন্ন স্থানে ঝুলছে “টিউবলাইট”-এর পোস্টার। ছবি: টুইটার থেকে

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানা গেল – বলিউডের সুপারস্টার সালমান খানের পরবর্তী আকর্ষণ “টিউবলাইট” সিনেমার পোস্টার আলোকিত করে রেখেছে নিউইয়র্কের ব্যস্ত টাইম স্কয়ার। এরপর, ভাইরাল হয়ে উঠে পোস্টার সমেত টাইম স্কয়ারের সেই ছবিগুলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা বিভিন্ন ছবিতে দেখা যায় টাইম স্কয়ারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ঝুলছে “টিউবলাইট”-এর বিভিন্ন রকমের পোস্টার। তবে প্রধান পোস্টারটিতে বড় করে রয়েছে সালমানের একক ছবি।

রাজা শেখর নামে একজন এমন একটি ছবি তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, “ওয়াহু… নিউইয়র্ক শহরে সাল্লু ভাই… বরাবরের মতোই তাঁকে নিষ্পাপ লাগছে… ভয় পেয়ো না ভাই… আমি আছি তোমার সঙ্গে।”

অপর এক টুইটার অ্যাকাউন্ট “উই লাভ ইউ এসকে” (সালমান খান)-তে একাধিক ছবি দিয়ে বলা হয়েছে: “টাইম স্কয়ারে ‘টিউবলাইট’-এর পোস্টার… একমাত্র ভারতীয় অভিনেতা এমন সম্মান পেলো…”

আসছে ঈদ উপলক্ষে ছবিটি ২৩ জুন মুক্তি পাবে কবির খান পরিচালিত “টিউবলাইট”। ১৯৬২ সালের ভারত-চীন সীমান্ত যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। সালমানের ছোট ভাই সোহাইল খানকেও দেখা যাবে ছবিটিতে।

সালমান এর আগে কবিরের “এক থা টাইগার” ও “বজরঙ্গি ভাইজান”-এ অভিনয় করেছিলেন। ছবি দুটিই দর্শক নন্দিত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Fishermen lost at sea: Authorities install plaque while families await aid

At least 188 fishermen have gone missing in the past three decades in Barguna's Patharghata upazila

13m ago