বিমানের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ-নিরাপত্তার প্রস্তাব বিমান বাহিনীর

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

আজ রোববার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হ্যাঙ্গার ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পরিদর্শনকালে এ প্রস্তাব দেন।

এ সময় তিনি বিমানের ফ্লাইটের কেবিন সার্ভিসের মানোন্নয়নেও সহযোগিতার প্রস্তাব দেন।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এসব তথ্য জানিয়েছে।

এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন। 

এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা কার্যক্রমকে প্রসারিত ও কার্যকর করতে যৌথভাবে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সম্মত হন তিনি। 

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago