ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ক্ষমতাসীন দল থেকে অস্ট্রেলিয়ার সিনেটরের পদত্যাগ

সিনেটর ফাতিমা পেম্যান। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সিনেটর ফাতিমা পেম্যান।

গতকাল বৃহস্পতিবার পদত্যাগের পর আজ তিনি সাংবাদিকদের বলেছেন, 'ফিলিস্তিনের স্বীকৃতি এবং মুক্তি এমন একটি বিষয় যার সঙ্গে আপস করতে পারিনি।'

তিনি সাংবাদিকদের আরও জানান, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় তিনি 'মৃত্যুর হুমকিসহ তীব্র চাপের' সম্মুখীন হয়েছেন।

২৯ বছর বয়সী ফাতেমা একজন স্বাধীন সিনেটর হিসাবে পার্লামেন্টে বসবেন। তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরা সিনেটর।

গত মে মাসে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে তিনি দুটি পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে পদত্যাগ করেছিলেন।

পদত্যাগের আগে পেম্যান এক বিবৃতিতে সরাসরি প্রধানমন্ত্রী ও তার সহকর্মীদের উদ্দেশে বলেছিলেন, 'আমি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের পার্লামেন্ট সদস্যদের জিজ্ঞাসা করি, ইসরায়েলকে সমর্থনের জন্য কতগুলো আন্তর্জাতিক অধিকার আইন ভঙ্গ করতে হবে? ম্যাজিক সংখ্যা কী? কত গণকবর দরকার? খুন হওয়া শিশুদের রক্তাক্ত অঙ্গ-প্রত্যঙ্গের কয়টি ছবি দেখতে হবে?'

পেম্যান বারবার বলেছেন, তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানে বিশ্বাস করেন। 

আজ এসবিএস নিউজকে তিনি বলেছেন, 'পদত্যাগ করা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এটি এমন একটি বিষয় ছিল, যেখানে বিবেকের সঙ্গে আপস করা সম্ভব ছিল না।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

 

Comments

The Daily Star  | English

RMG export to USA grows 14% in FY25

Bangladesh shipped $7.54 billion worth of apparel to the US in the last fiscal year

33m ago