কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। ১৭ মার্চ থেকে তিন মাসের জন্য এ সুযোগ পাবেন দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীরা। 

সুযোগ কাজে লাগালে পুনরায় নতুন ভিসায় দেশটিতে ফিরতে পারবেন তারা।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। 

তিন মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল-জরিমানা ছাড়া নিজ দেশে ফিরতে পারবেন। চাইলে আবার নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন কুয়েতে। 

আবার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে বৈধ হয়ে আকামাও নবায়ন করার সুযোগও থাকছে তাদের জন্য।

সাধারণ ক্ষমা ঘোষণা হলেও থাকছে কিছু বিধিনিষেধ। কারও বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকলে, তিনি সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবেন কি না, তা নির্ধারিত অফিসে যোগাযোগ করে নিশ্চিত হতে হবে।

সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েত ত্যাগ করবে না, তাদের কালো তালিকাভুক্ত করা হবে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২০২০ সালের এপ্রিলে করোনা মহামারির মধ্যে কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল।

দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। তবে তাদের মধ্যে কতজন অবৈধ, তা জানা যায়নি।

Comments

The Daily Star  | English
CHT accord implementation

CHT Accord implementation a pressing need

The CHT Accord remains unfulfilled 27 years later, leaving the Jumma people in turmoil.

10h ago