অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সিডনিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে উইমেন কাউন্সিল অস্ট্রেলিয়া।

সংগঠনটি গত কয়েক বছর ধরে নারী দিবসে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

হেমা জোয়ার্দারের উপস্থাপনায় অনুষ্ঠানে নারী দিবসের গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য দেন কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী ড. মার্ক কোরে, ক্যান্টারবেরি-ব্যাঙ্কটাউন কাউন্সিলের মেয়র বিলাল এল হায়েক, স্কট ফার্লো এমএলসি, ডেপুটি মেয়র রাচেল হারিকা, সাবেক এমপি ওয়েন্ডি লিন্ডসে এবং লিবারেল উইমেনস কাউন্সিলের সভাপতি বেরেনিস ওয়াকার।

বৃহত্তর বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ৬ জন বাংলাদেশি সফল নারী ডা. নাহিদ সায়মা, ডা. রোকেয়া ফকির কেয়া, ডা. নাজমুন নাহার, ডা.  লাভলী রহমান, ডা. রুম্মানা আফরিন ও তাসলিমা রহমান মুমুকে ক্রেস্ট দেওয়া হয়।

এ ছাড়াও দ্বিতীয় প্রজন্মের আরও ৬ জনকে বিশেষ অবদানের প্রশংসার প্রতীক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। ক্রেস্টপ্রাপ্তরা হলেন সারা আহমেদ, এশা লামিয়া রহমান, ডা. ফাবিহা সিদ্দিক, তাসনিয়া আলম হান্নান, তানজিম খান এবং নাবিলা আফ্রিদা স্রোতস্বিনী।

সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহণ করেন ডা. ফাবিহা সিদ্দিক, নাবিলা আফ্রিদা স্রোতস্বিনী এবং মিঠু।

সংগঠনের সভাপতি, ক্যান্টারবেরি-ব্যাঙ্কটাউন কাউন্সিলের কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা উপস্থিত নারীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

16m ago