ইসরায়েলকে যুদ্ধ বন্ধের অনুরোধ অস্ট্রেলিয়ার

গাজায় ইসরায়েলি হামলা
ইসরায়েলের নির্বিচার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের মানবিক পরিস্থিতিকে 'ভয়াবহ' হিসেবে বর্ণনা করেছেন।

গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গণমাধ্যমকে বলেন, 'আমরা জানি গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ। আমরা জানি যে সেখানে ব্যাপক দুর্ভোগ আছে। আমরা ধারাবাহিকভাবে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানাচ্ছি।'

অস্ট্রেলিয়ায় ইসরায়েলের রাষ্ট্রদূত আমির মাইমন দেশটির জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কয়েক ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ওং এই মন্তব্য করেন।

অস্ট্রেলিয়ায় ইসরায়েলের রাষ্ট্রদূত গাজার মানবিক পরিস্থিতিকে 'ন্যায্য' হিসেবে দাবি করে বলেছেন যে তার দেশ লেবাননে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। বর্তমানে লেবাননে প্রায় ১৫ হাজার অস্ট্রেলিয়ান আছে। সেখানে ইসরায়েলের হামলা বিষয়ে অস্ট্রেলিয়া উদ্বিগ্ন।

ইসরায়েলের রাষ্ট্রদূত জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের পদত্যাগও দাবি করেছেন। গুতেরেস বলেছিলেন যে ইসরায়েলের ওপর হামাসের হামলা 'শূন্য থেকে ঘটেনি' এবং ফিলিস্তিনিদের ওপর হামলা যুদ্ধাপরাধ।

ইসরায়েলের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, 'অনুগ্রহ করে ২২২ ইসরায়েলি যাদের অপহরণ করা হয়েছে, যাদেরকে ছিনতাই করা হয়েছে তাদের মানবিক অবস্থার পরিস্থিতি সম্পর্কে আমাদের উদ্বেগও তুলে ধরতে দিন। তাদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তি আছেন।'

তিনি আরও বলেন, 'গাজায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা সত্ত্বেও আপনারা সংখ্যা দ্বারা বৈধতা পরিমাপ করবেন না।'

গাজায় ইসরায়েলের স্থল অভিযানের পর মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় রাষ্ট্রকেই অনুমোদন দেয়। আমরা মনে করি, এটিই একমাত্র পথ যা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিরাপত্তা দেবে।'

অস্ট্রেলিয়ান প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি নাসের মাশনি জোর দিয়ে বলেছেন যে ক্যানবেরার প্রায় অর্ধেক আয়তনের এলাকায় ২০ লাখ মানুষ আটকা পড়েছে। প্রায় ১০ লাখ মানুষকে দক্ষিণে সরে যাওয়ার বা সন্ত্রাসী হিসেবে বিবেচিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি এসবিএস নিউজকে বলেছেন, 'ইসরাইল দখলদার শক্তি। আন্তর্জাতিক আইনের অধীনে এটি একটি দখলকারী শক্তি। প্রায় ২০ লাখ মানুষের গ্যাস, বিদ্যুৎ, পানি ও ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে। এদের অর্ধেকের বয়স ১৮ বছরের কম। এটি যুদ্ধাপরাধ।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago