চীনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের বৃহত্তর চীন শাখা।
একুশে ফেব্রুয়ারি চীনের বাণিজ্যিক শহর গুয়াংজুতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় শহীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসের আলোচনা সভায় বক্তারা, মাতৃভাষার অস্তিত্ব রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের চীন শাখার সাধারণ সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরী সঞ্চালনায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনি বেপারী।
বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. শামীম শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশেদ, নাজমুল হোসেন মিশু, সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ, প্রচার সম্পাদক মো. টিপু, উপ-দপ্তর সম্পাদক ইমতিয়াজ মাহামুদ, উপ-সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা, সৈকত বিশ্বাস ঋষি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের চীন শাখার নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
লেখক: চীন প্রবাসী সাংবাদিক
Comments