জাপানপ্রবাসী মোতালেব শাহ আইয়ুবের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

ছবি: সংগৃহীত

জাপানপ্রবাসী কবি মোতালেব শাহ আইয়ুব প্রিন্সের দশম কাব্যগ্রন্থ 'একলা মানুষ'-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় টোকিওর আকাবানে বুনকা সেন্টারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে আড্ডা টোকিও। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাপানপ্রবাসী সাংবাদিক কাজী ইনসান। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির প্রবাসী সাহিত্যপ্রেমীর উপস্থিত ছিলেন।

বইটির মোড়ক উন্মোচন করেন কবি মোতালেব শাহ আইয়ুব প্রিন্সের কন্যা আলীসবা মৃত্তিকা শাহ ও বাহাউদ্দিন বাহার।

এসময় অনেকে বইটি থেকে কবিতা আবৃত্তি করেন। জোড়া শালিক থেকে প্রকাশিত 'একলা মানুষ'-এর প্রচ্ছদ এঁকেছেন মাসুক হেলাল এবং অলঙ্করণ করেছেন শ্যামল হুদা। তার প্রথম কবিতার বই 'অচল আধুলী' ১৯৯৭ সালের জুনে প্রকাশিত হয়।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago