ইউক্রেন সেনাদের সামরিক প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়া

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়া ৭০ সামরিক কর্মীকে যুক্তরাজ্যে পাঠাচ্ছে।
ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ
অস্ট্রেলীয় সেনা। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়া ৭০ সামরিক কর্মীকে যুক্তরাজ্যে পাঠাচ্ছে।

যুক্তরাজ্যের নেতৃত্বাধীন এক কর্মসূচিতে এ বছর ২০ হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে।

ইউক্রেনীয়দের পদাতিক কৌশল ও সামরিক দক্ষতা বাড়াতে সাহায্যের জন্য ৭০ অস্ট্রেলীয় সেনা ব্রিটেনে মিত্র দেশগুলোর সঙ্গে যোগ দেবে।

তবে, অস্ট্রেলিয়ার কোনো সেনা ইউক্রেনে ঢুকবে না।

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস গণমাধ্যমকে বলেছেন, 'অস্ট্রেলিয়া বিপর্যস্ত ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।'

তিনি মনে করেন, অস্ট্রেলীয় প্রশিক্ষকদের এই প্রশিক্ষণ ইউক্রেনীয় সেনাদের যুদ্ধক্ষেত্রে আরও সক্রিয় হতে সহায়তা করবে। এটি তাদের আরও নিরাপদ করবে। তাদের জীবন রক্ষা করবে।

অস্ট্রেলিয়া ইউক্রেনকে ৬৫৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এর মধ্যে ৪৭৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা।

এ ছাড়াও, অস্ট্রেলিয়া ইউক্রেনকে ৯০টি অত্যাধুনিক সামরিকযান 'বুশমাস্টার' দিয়েছে।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়াপ্রবাসী লেখক, সাংবাদিক

Comments