নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া, অস্বস্তিতে ইউক্রেন

নিরাপত্তা পরিষদ
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স ফাইল ফটো

নিয়ম অনুসারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে রাশিয়া। এ নিয়ে অস্বস্তিতে পড়েছে ইউক্রেন।

আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের একেক সদস্য এক মাস করে সংস্থাটির সভাপতিত্বের দায়িত্বে থাকে। সেই মোতাবেক চলতি এপ্রিলে নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া এমন সময় নিরাপত্তা পরিষদের সভাপতি হলো যখন দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে।

তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা নয়।

এমন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের সদস্যদের ইউক্রেন অনুরোধ করেছে রাশিয়াকে সভাপতিত্বের পদে বসতে বাধা দিতে।

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া সর্বশেষ নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছিল। সে বছর ২৪ ফেব্রুয়ারি পরাশক্তি রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' চালায়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা নিরাপত্তা পরিষদে চলতি মাসে রাশিয়ার সভাপতির পদকে 'এপ্রিল ফুলের দিনে সবচেয়ে নির্মম পরিহাস' বলে মন্তব্য করেছেন।

ইউক্রেনের আপত্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বলেছে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়াকে পরিষদের সভাপতির পদে বসতে ওয়াশিংটন বাধা দিতে পারবে না।

জাতিসংঘে মস্কোর রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, তিনি 'একমুখী বিশ্ব ব্যবস্থার পরিবর্তে নতুন বিশ্ব ব্যবস্থা' নিয়ে আলোচনা করতে চান।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

29m ago