করোনা আক্রান্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন তিনি।  

প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, 'আজ বিকেলে আমি রুটিন পিসিআর পরীক্ষা করেছি। পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে।'

আগামী বুধবার জাতীয় মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য ও আঞ্চলিক নেতাদের সঙ্গে দেখা করার কথা ছিল অ্যান্থনি আলবানিজের।

চলতি বছরের শুরুতে ফেডারেল নির্বাচনী প্রচারের সময় আলবানিজ প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন।

অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ সম্প্রতি বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ানদের বড়দিনের আগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

গত ১ সপ্তাহে অস্ট্রেলিয়া জুড়ে ১ লাখ ৪২২ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে ১৪ হাজার ৩৪৬ জনের করোনা শনাক্ত হচ্ছে।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments