মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসী গ্রেপ্তার

কুয়ালালামপুরের পাইকারি বাজারে যৌথ অভিযানের সময় গ্রেপ্তার ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসী। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ১৬ বাংলাদেশিসহ ৫২ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

প্রথমে যানবাহন সংক্রান্ত অপরাধে আটকের পর বৈধ কাগজপত্র না থাকায় তাদের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট (আরটিডি)।  

গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুর পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার অভিবাসীদের মধ্যে ১৬ জন বাংলাদেশি, ২৮ জন মিয়ানমারে, ৬ জন ইন্দোনেশিয়ার ও ২ জন ভারতের নাগরিক।

তাদের সবার বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানিয়েছে আরটিডি। 

আরটিডির উপপরিচালক জুলকিফ্লাই ইসমাইল স্থানীয় গণমাধ্যমকে জানান, আটককৃতদের ড্রাইভিং লাইসেন্স ছিল না, পণ্যবাহী গাড়ির লাইসেন্স ছিল না এবং গাড়ির বীমা ছিল মেয়াদোত্তীর্ণ।

তাদের গ্রেপ্তারের সময় ৮টি লরি, ১২টি ভ্যান, ২৫টি মোটরসাইকেল, ছয়টি ফর্কলিফট ও ৭টি ট্রাইসাইকেলসহ মোট ৫৮টি যানবাহন জব্দ করা হয়েছে।

পরে বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার ৫২ অভিবাসীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

9h ago