মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে 'দিন দ্য ডে'

মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত এবং অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা 'দিন দ্য ডে'।

আগামী ১৬ সেপ্টেম্বর দেশটির প্রজাতন্ত্র দিবসে (মালয়েশিয়া ডে) উপলক্ষে রাজধানী কুয়ালালামপুরসহ ৯টি রাজ্যে একযোগে ২০টি হলে মুক্তি পাবে সিনেমাটি।

দিন দ্যা ডের মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালেরর প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কুয়ালালামপুর, সেলাংগর, জহুর বারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং, পেনাং শহরে জিএসসি, টিজিভি, এমবিও, এলএফসি, এবং এমএমসিসহ বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি দেখানো হবে।

পরিবেশক জানান, চলচ্চিত্রটি মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের বড় শহরগুলোতে প্রদর্শনের সব ধরনের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আগামীকাল সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে অগ্র্রিম টিকিট বুকিং। 

প্রতিটি সিনিমা হলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপে ৫ সেপ্টেম্বর থেকে অগ্রিম টিকেট বুক করা যাবে। সিনেমা হলের লোকেশন এবং শো টাইম হলগুলোর নিজস্ব ওয়েব ও অ্যাপে দেখা যাবে।

এ উপলক্ষে অনন্ত ও বর্ষা মালয়েশিয়া সফর করবেন এবং দর্শকদের সঙ্গে সিনেমা দেখবেন বলে পরিবেশক নিশ্চিত করেছেন।

১৬ সেপ্টেম্বর কুয়ালালামপুর টুইন টাওয়ারের টিজিভি সিনেমায় ৫টা ২০ মিনিটের শোতে এবং ১৮ সেপ্টেম্বর জহুর বারুর সিটি স্কয়ারের এমএম সিনেপ্লেক্স ৫টা ২০ মিনিটের শোতে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখবেন অনন্ত ও বর্ষা।

লেখক: মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English
Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Chinese firms bullish on Bangladesh’s manmade fibre

Non-cotton garments are particularly lucrative, fetching higher prices than traditional cottonwear for having better flexibility, durability

15h ago