বরিশাল জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা শুরু
বরিশাল নগরীতে দ্বিতীয় হাসপাতাল হিসেবে বরিশাল জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায়, করোনা রোগীর চাপ সামলাতে বরিশাল জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হলো।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল দ্য ডেইলি স্টারকে জানান, সাম্প্রতিক সময়ে বরিশাল বিভাগে করোনা মোকাবিলায় হাসপাতালটিতে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হলেও, চিকিৎসক সংকট ও জায়গা সংকটের কারণে তা সম্ভব হচ্ছিল না।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩০০ শয্যার বিপরীতে ৩০৭ জন রোগী ভর্তি হওয়ায়, রোগীর চাপ সামলাতে শতবর্ষ পুরনো জেনারেল হাসপাতালটিকে কাজে লাগানো শুরু হয়েছে বলে জানান তিনি।
বরিশাল বিভাগীয় শহরে এটি করোনা রোগীদের দ্বিতীয় হাসপাতাল।
ডা. মলয় কৃষ্ণ বড়াল আরও জানান, এখানে প্রাথমিকভাবে ২২টি বেড স্থাপন করা হয়েছে। হাসপাতালে একজন করোনা রোগী ভর্তি হয়েছে।
জেনারেল হাসপাতালে পাঁচ হাজার ৫০০ লিটারের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ আছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা ডায়রিয়া ওয়ার্ড অন্যত্র নিয়ে এখানেই করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল দ্য ডেইলি স্টারকে জানান, বরিশাল জেনারেল হাসপাতালে ৫০ বেডের কোভিড ইউনিট খোলার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
Comments