পাবনা জেনারেল হাসপাতালে ২০০ শয্যার করোনা ইউনিট চালুর প্রস্তুতি
পাবনায় অতিরিক্ত করোনা রোগীর চাপ সামলাতে জেনারেল হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটকে ২০০ শয্যা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা করোনা প্রতিরোধ কমিটি।আগামী সপ্তাহ থেকেই হাসপাতালে সেখানে ২০০ শয্যার ইউনিট চালু করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
তবে, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও চিকিৎসা সুবিধা না দিয়ে শুধু শয্যা বাড়ালে বিপুল সংখ্যক করোনা রোগীর যথাযথ চিকিৎসা সেবা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত পাবনা জেলায় পাঁচ হাজার ৯৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত জুন মাসে সর্বোচ্চ এক হাজার ৫৬৪ জনের করোনা শনাক্ত হয়। আর, জুলাইয়ের মাত্র আট দিনেই এক হাজার ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় ৯৫৩টি নমুনা পরীক্ষা করে ১৭৭টি করোনা রোগী শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার পাবনা জেলা সিভিল সার্জন মনিসর চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এবং রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাবনা জেনারেল হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটকে ২০০ শয্যার ইউনিট হিসেবে চালু করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি জানান, হাসপাতালের অন্যান্য বিভাগ সরিয়ে নার্সিং ইনস্টিটিউট ভবনে নেওয়া হচ্ছে। ২৫০ শয্যার হাসপাতালের ২০০ শয্যা করোনা রোগীদের চিকিৎসার জন্য আগামী সপ্তাহ থেকেই চালু করা হবে।
তবে, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্সসহ অন্যান্য সুযোগ সুবিধা না বাড়িয়ে শুধু শয্যা বাড়ালে স্বাস্থ্যসেবা বাড়ানো যাবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১০০ শয্যার জনবল দিয়ে ২০০ শয্যার করোনা রোগীদের চিকিৎসা দেওয়া অসম্ভব। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না বাড়িয়ে রোগী বাড়ালে চিকিৎসা সেবা ব্যাহত হবে।’
তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে করোনা ইউনিট বাড়াতে আমরা ইতিমধ্যে ৩৬ জন চিকিৎসক ও ৮০ জন নার্সের চাহিদা দিয়ে স্বাস্থ্য বিভাগে চিঠি পাঠিয়েছি।’
ইতিমধ্যে পাবনা মানসিক হাসপাতালের ৬৪ জন নার্সকে করোনা চিকিৎসার জন্য দেওয়ার কথা থাকলেও, এ পর্যন্ত মাত্র ২২ জন নার্স বরাদ্দ পাওয়া গেছে বলে জানান তিনি।
তবে, এখনও কোনো চিকিৎসক নিয়োগ না দেওয়ায় চিকিৎসা সেবা দেওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন তিনি।
এদিকে, করোনা পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ আকার ধারণ করছে পাবনায়। করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পাবনা জেনারেল হাসপাতাল। হাসপাতালে সিট না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক রোগী।
এদিকে হাসপাতালে ভর্তি হতে না পারায় বাড়িতে অক্সিজেন সিলিন্ডার ভাড়া করে চিকিৎসা নিচ্ছেন অনেকেই।
পরিস্থিতি মোকাবিলায় কেবল চিকিৎসা সেবা দিয়ে সব কিছু করা সম্ভব হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জনগণ সচেতন না হলে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে না বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
Comments