টাঙ্গাইলে টিকা না দিয়ে কেবল সিরিঞ্জ পুশের অভিযোগ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনের শরীরে করোনা টিকা না দিয়ে কেবল সিরিঞ্জ প্রবেশ করিয়েছেন টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মী। এ ঘটনায় জেলার সহকারী সিভিল সার্জনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি আজ সোমবার জেলা সিভিল সার্জনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে নিবন্ধনকারীদের করোনার টিকা দেন হাসপাতালের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। তিনি টিকা গ্রহণকারীদের অনেকের শরীরে সুঁই প্রবেশ করে সিরিঞ্জে থাকা ডোজ পুশ না করেই বের করে ফেলছিলেন। পরে, তিনি টিকাসহ সিরিঞ্জগুলো বাইরে ফেলে দেন।
ঘটনাটি এক যুবকের নজরে এলে, তিনি সেখানে উপস্থিত সবার সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এতে সেখানে হৈচৈ শুরু হয়। বিষয়টি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শামীমকে জানানো হলে, তিনি পরিত্যক্ত সিরিঞ্জগুলো খুঁজে বের করেন এবং ২০টি সিরিঞ্জের ভেতর ভ্যাকসিন পান।
এই ২০টি সিরিঞ্জ টিকাগ্রহীতার শরীরে প্রবেশ করা হলেও, ভ্যাকসিন প্রবেশ করানো হয়নি বলেও তিনি নিশ্চিত হন।
অভিযোগের বিষয়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালে অনেক মানুষ টিকা নিতে আসায়, সেখানে অনেক চাপ ছিল। এতে অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।'
এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে এবং এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।'
তিনি বলেন, 'আমি ইতোমধ্যে অভিযুক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠিয়েছি।'
Comments