গণস্বাস্থ্য কেন্দ্রে ৫০০ থেকে ১ হাজার টাকায় ডায়ালাইসিস

gonoshasthaya_kendra_logo.jpg
ছবি: সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রে দরিদ্র রোগীদের ডায়ালাইসিসের খরচ আরও কমানো হয়েছে। আগামীকাল পহেলা বৈশাখ থেকে আর্থিক অবস্থা বিবেচনায় বিকল কিডনি রোগীরা ৫০০ থেকে ১ হাজার টাকায় ডায়ালাইসিস সুবিধা পাবেন।

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণস্বাস্থ্য নগর হাসপাতালে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিশেষ শিফটে হেমোডায়ালাইসিস করার সুবিধা দেওয়া হবে। কর্মজীবী ও দূর থেকে আসা রোগীরা এই শিফটে সেবা নিতে পারবেন। ডায়ালাইসিসের সময়ে হাসপাতাল থেকে বিনামূল্যে খাবার দেওয়া হবে। ডায়ালাইসিসের পর বিশ্রাম শেষে তাদের ১০০ টাকায় বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সপ্তাহে ৩টি সেশনের অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

সমাজের অবস্থা সম্পন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারকে আর্থিক সহায়তা প্রদানের বিশেষ আবেদন ও অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Comments