অনিয়মের অভিযোগে ৭ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত
বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং একটি ব্লাড ব্যাংকের সব কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, গত ২৮ জুলাই ওই ছয় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও একটি ব্লাড ব্যাংকে পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
প্রতিষ্ঠানগুলো হলো--প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলথ কেয়ার হসপিটাল, রিমেডি কেয়ার লিমিটেড, লাইফ কেয়ার জেনারেল হসপিটাল, যমুনা জেনারেল হসপিটাল, রয়্যাল মাল্টিকেয়ার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং রাজধানী ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।
পরিদর্শন শেষে এই সাতটি প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছিল। তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর কারণ দর্শানোর নোটিশও দিয়েছে।
Comments