ভ্যাট কমানোর ঘোষণায় দ্রব্যমূল্য আর বাড়েনি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। স্টার ফাইল ছবি

আমদানি পর্যায়ে ভ্যাট কমিয়ে দেওয়ায় দ্রব্যমূল্য আর বাড়েনি জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অতিরিক্ত মুনাফা করতে রমজান মাসে কেউ পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার দুপুর রংপুরের কাউনিয়া উপজেলায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, গত বৃহস্পতিবার আমদানি পর্যায়ে যে ১৫ শতাংশ ভ্যাট ছিল আমরা সেটা কমিয়েছি। আমরা লক্ষ করেছি, বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এই ঘোষণার পরে আর বাড়েনি। আজ থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে যে পণ্যগুলো খালাস হবে সেগুলো বাজারে এলে কম দামে পাব। অন্তত ১০ টাকা কমে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা রমজান মাসে মানুষ যেন সাশ্রয়ী দামে পণ্য পায়। সেই বিবেচনা করে আমরা শুরু করেছি। বাণিজ্য মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। কেউ কেউ আমাদের মধ্যে যারা অসাধু ব্যবসায়ী আছেন, তারা দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়ানোর চেষ্টা করছে। আমরা কঠোর ভাষায় বলতে চাই, এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং ব্যবস্থা নিতে শুরু করেছি।

রমজান মাস এলেই দেখি, যাদের অবস্থা একটু ভালো তারা সারা মাসের জন্য তেল, চিনি, ছোলা, খেজুর এবং অন্যান্য যা যা দরকার একবারে কেনা শুরু করেন। তার ফলে দরিদ্র মানুষ, যাদের প্রয়োজনীয় জিনিস প্রতিদিন কিনতে হয়, তাদের কষ্ট বাড়ে। যথেষ্ট স্টক রয়েছে, এভাবে আগে কিনে মানুষের দুর্ভোগ বাড়াবেন না। আমরা চাই আমাদের দেশের মানুষ ভালো থাকুক। প্রধানমন্ত্রী চান আপনাদের ভালো রাখতে, বলেন বাণিজ্যমন্ত্রী।

Comments