তুরস্ক, মিয়ানমার থেকে বেড়েছে পেঁয়াজ আমদানি
দেশে ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায়, বিকল্প হিসেবে তুরস্ক, মিয়ানমার ও মিশর থেকে পেঁয়াজ আমদানি বাড়ছে। আজ বুধবার টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম নৌ বন্দর কর্তৃপক্ষ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
টেকনাফ স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আবদুর নুর জানান, চলতি মাসের ৩ তারিখ আজ বুধবার পর্যন্ত ১০ দিনে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে সাড়ে ৭ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এছাড়া, আরও প্রায় সাড়ে ৫ হাজার টন পেঁয়াজ বন্দরে খালাসের অপেক্ষায় আছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, সপ্তাহখানেক আগেও টেকনাফ দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ৫ থেকে ১০ ট্রাক পেঁয়াজ দেশে আমদানি হতো। বর্তমানে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।
বর্তমানে এ বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের ৯০ শতাংশই পেঁয়াজ বলেও জানান তিনি।
এদিকে চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে চলতি মাসের ১৩ দিনে ৪৯৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে ৩০ টন মিশর থেকে ও বাকিটা তুরস্ক থেকে আমদানি হয়েছে।
এছাড়া, বন্দরে আরও ৫০০ টন পেঁয়াজ খালাসের অপেক্ষায় আছে বলেও জানিয়েছে সূত্র।
সূত্র আরও জানায়, গত ২ মাসে এ বন্দর দিয়ে মোট ৩১৭ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
চট্টগ্রাম বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক নাসিরউদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, টিসিবি সম্প্রতি তুরস্ক থেকে ৩টি আমদানি অনুমতি পত্রের বিপরীতে তুরস্ক থেকে ২,১০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।
এগুলো আগামী মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরে আসতে পারে বলে জানান তিনি।
Comments