মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: রয়টার্স

মাঙ্কিপক্সের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে শতাধিক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত বা সন্দেহজনক উপসর্গ থাকায় এই বৈঠক ডেকেছে ডাব্লিউএইচও।

রয়টার্স বলছে, এ পর্যন্ত কমপক্ষে ৮টি ইউরোপীয় দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এগুলো হলো- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইডেন এবং যুক্তরাজ্য। এ ছাড়াও, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াতে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

মাঙ্কিপক্স প্রথম বানরের মাঝে শনাক্ত হয়। রোগটি সাধারণত ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং খুব কমই আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়ে। তাই ইউরোপ ও আমেরিকাতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে, বিজ্ঞানীরা আশা করছেন, এই রোগ করোনার মতো মহামারি আকার ধারণ করবে না। কারণ, এটি করোনাভাইরাসের মতো সহজে ছড়িয়ে পড়ে না।

জার্মানির সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবা জানিয়েছে, যুক্তরাজ্য, স্পেন এবং পর্তুগালে বেশ কয়েকজনের এই রোগ শনাক্ত হয়েছে। যা ইউরোপে এই রোগের বৃহত্তম এবং সর্বাধিক বিস্তৃত সংক্রমণ। জার্মানিতে শুক্রবার প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে।

স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অনন ইনফেকশাস হ্যাজার্ডস উইথ প্যানডেমিক অ্যান্ড এপিডেমিক পোটেনশিয়ালের (এসটিএজি-আইএইচ) সঙ্গে বৈঠক করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কমিটি। কারণ এসটিএজি-আইএইচ জানিয়েছিল, বিশ্ব স্বাস্থ্যের জন্য এ ভাইরাস হুমকি হয়ে উঠতে পারে।

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

23m ago