মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে ভারতফেরত যুবক যশোর হাসপাতালে

মাঙ্কিপক্সের সন্দেহজনক উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার ভারতফেরত এক যুবককে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ছবি: রয়টার্স

মাঙ্কিপক্সের সন্দেহজনক উপসর্গ নিয়ে গতকাল শুক্রবার ভারতফেরত এক যুবককে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দাওরা গ্রামের বাসিন্দা আব্বাস আলী (৪২) গত ৩ জুন ভারতে যান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শুক্রবার বিকেলে তিনি বেনাপোল হয়ে দেশে ফেরেন।

তিনি বলেন, 'স্ক্রিনিংয়ের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার শরীরে ফুসকুড়ি দেখে, পরে আব্বাসকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।'

বেনাপোল চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিনা আক্তার রুম্পা বলেন, 'পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। তিনি মূলত চিকেনপক্সে আক্রান্ত। তাকে বিশেষ ব্যবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখবেন।'

এর আগে, একজন তুর্কি নাগরিকের মাঙ্কিপক্সের সন্দেহজনক লক্ষণ দেখা যায়। ৭ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে পরীক্ষায় মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া না গেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

২২ মে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থল, বিমান ও সমুদ্র বন্দরে নজরদারি জোরদার করার নির্দেশ দেয় সরকার।

 

 

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

3h ago