নাটোরে অ্যানথ্রাক্স আতঙ্ক, আইইডিসিআরের বিশেষজ্ঞ দল যাচ্ছে আজ

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে অসুস্থ গবাদিপশুর মাংস থেকে অ্যানথ্রাক্স বা তড়কা জাতীয় রোগের বিস্তার হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি পর্যবেক্ষণে আজ সোমবার ঢাকা থেকে আইইডিসিআরের বিশেষজ্ঞ দল নাটোর যাওয়ার কথা আছে।

নাটোরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) মো. গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

আক্রান্ত রোগীদের দেখতে ইতোমধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল ও প্রাণিসম্পদ বিভাগের দল উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া গ্রাম পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, 'যারা আক্রান্ত হয়েছেন তাদের রোগের ধরন দেখে অ্যানথ্রাক্স বা তড়কা রোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখে আশপাশের ৫ গ্রামের প্রায় ৬ হাজার পশুর ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে।'

তবে অ্যানথ্রাক্স বা তড়কা রোগ ছোঁয়াচে নয় উল্লেখ করে গ্রামবাসীদের তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'অ্যানথ্রাক্স সন্দেহে অন্তত ৯ জন চিকিৎসা নিচ্ছেন।'

তিনি আরও বলেন, 'গত ৭ জুলাই রুইগাড়ি গ্রামের বাসিন্দা দুলাল হোসেন (৫৫) অ্যানথ্রাক্স সন্দেহে ক্ষত নিয়ে চিকিৎসার জন্য আসেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।'

'ময়নাতদন্তে মস্তিষ্কে ইনফেকশন ও ক্ষতের কারণে দুলালের মৃত্যুর কথা বলা হয়েছে। তিনি অ্যানথ্রাক্স বা তড়কা রোগে মারা গেছেন কি না, তা খতিয়ে দেখা হবে,' যোগ করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন।

জেলা প্রাণিসম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিষয়টি পর্যবেক্ষণে জরুরিভাবে ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিশেষজ্ঞ দল এবং প্রাণিসম্পদ বিভাগের দল আজ সোমবার ঢাকা থেকে নাটোরে যাওয়ার কথা আছে।

তারা ওয়ালিয়া ইউনিয়নে রোগীরা অ্যানথ্রাক্স আক্রান্ত কি না, তা পরীক্ষা করে দেখবেন।

লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী ডেইলি স্টারকে বলেন, 'জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ সবাই বিষয়টি নিয়ে সতর্ক আছেন।'

তিনি আরও বলেন, 'অ্যানথ্রাক্স বা তড়কা রোগ হলেও তা যেন ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন সতর্ক থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে। লালপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য সহযোগিতা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago