ওষুধের দাম সহনীয় রাখার চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
প্রস্তাবিত বাজেটে ওষুধ তৈরিতে ব্যবহৃত কিছু কিছু কাঁচামালের দাম বেড়েছে। সেই কারণে ওষুধের দামের ওপর প্রভাব পড়বে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার চেষ্টা করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ওষুধ শিল্প সমিতির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একমত হয়েছি, আগামী দিনে যাতে ওষুধ সরবরাহ ঠিক থাকে, দামটাও ঠিক থাকে। শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, আমাদের আহ্বান রয়েছে দেশে ওষুধের মান উনারা আরও উন্নত করবেন এবং দামটাও সহনীয় পর্যায়ে রাখতে হবে যাতে সবাই ওষুধ কিনতে পারে। দামটা যেন জনগণের নাগালে থাকে।
নিত্যপণ্যের পাশাপাশি ওষুধের দাম বেড়ে গেছে, এর কোনো নজরদারি আছে কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাদ্য দ্রব্যের দাম অনেকাংশে বেড়েছে ৩০ শতাংশ, ৪০ শতাংশও বেড়েছে কিন্তু ওষুধের দাম এভাবে বেড়েছে বলে আমাদের জানা নেই।
জাহিদ মালেক বলেন, এখনো দাম বাড়েনি। সামনে যাতে দাম না বাড়ে সেদিকে লক্ষ রেখেই আজকের এই আলোচনা। বাজেটে অনেক কিছুর দাম বেড়ে গেছে। কাঁচামালের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে যেগুলো ওষুধ শিল্পে ব্যবহার হয়। তার একটা তো প্রভাব পড়বে। সেটা যাতে বাস্তবতার নিরীখে হয়। ডলারের দাম বেড়েছে। যেসব কাঁচামাল বিদেশ থেকে আসে, সেটারও দাম বেড়ে গেছে। সব বিষয় আমরা আলোচনা করেছি। যাতে দেশবাসীর দিকে নজর রেখে সব কিছু সহনীয় পর্যায়ে থাকে, ভালো থাকে সেদিকে আমাদের চেষ্টা আছে।
এ সময় দেশবাসীকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।
Comments