দুই ডোজ টিকা নিলে আক্রান্তের হার ১ শতাংশেরও কম: গবেষণা
দুই ডোজ বা টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের মধ্যে এক শতাংশেরও কম সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হন বলে যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় উঠে এসেছে।
সিএনএন জানায়, কাইজার ফ্যামিলি ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যের ওপর এই গবেষণা পরিচালনা করে।
গবেষণায় দেখা গেছে, প্রতিটি অঙ্গরাজ্যেই পূর্ণ ডোজ টিকা নেওয়াদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের হার এক শতাংশের কম। কানেকটিকাটে এই হার সর্বনিম্ন শূন্য দশমিক ০১ শতাংশ এবং ওকলাহোমা অঙ্গরাজ্যে এই হার সর্বোচ্চ শূন্য দশমিক ৯ শতাংশ।
গবেষণায় আর দেখে যায়, টিকা না নেওয়াদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার ৯০ শতাংশ এবং মৃত্যুর হার ৯৫ শতাংশ। অধিকাংশ অঙ্গরাজ্যে টিকা না নেওয়াদের মধ্যে করোনায় আক্রান্তের হার ৯৮ শতাংশ।
এর আগে, যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের গবেষণায় দেখা যায়, পূর্ণ ডোজ টিকা নেওয়াদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার শূন্য দশমিক ০০৪ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক ০০১ শতাংশ।
Comments