রিফাত আশেপাশের ইউনিয়ন থেকে নগরীতে লোক জড়ো করছেন: অভিযোগ সাক্কুর

মনিরুল হক সাক্কু। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে নির্বাচনকে সামনে রেখে আশেপাশের ইউনিয়ন থেকে লোকজন এনে নগরীতে জড়ো করার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।

আজ মঙ্গলবার বিকেলে দ্য ডেইলি স্টারকে তিনি এ কথা বলেন।

বিকেল সাড়ে ৫টার দিকে সাক্কু মোবাইল ফোনে বলেন, 'নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন এনে জড়ো করার চেষ্টা করছেন।'

এছাড়া আওয়ামী লীগ প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় মনিরুল হক সাক্কু নিজ বাসায় অবস্থান করছিলেন বলে জানান।

অভিযোগ নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। টেক্সট মেসেজ পাঠালে রিপ্লাই পাওয়া যায়নি। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে প্রকাশ করা হবে।

Comments

The Daily Star  | English
Bangladesh’s position in TI corruption index

Corruption pervades every level of admin

Says reform commission report, identifies politicisation as key reason for decline in efficiency

9h ago