কুমিল্লায় ফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা

নৌকা ও টেবিল ঘড়ির সমর্থকরা শিল্পকলা একাডেমিতে প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয়। ছবি: খালিদ নজরুল/স্টার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে জেলা শিল্পকলা একাডেমিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে ফলাফল ঘোঘণার এক পর্যায়ে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর সমর্থকরা শিল্পকলা একাডেমিতে প্রবেশ করলে এ পরিস্থিতি তৈরি হয়।

এ সময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ সময় মোট ১০৫ কেন্দ্রের মধ্যে ১০১ কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাক্কু ৬০০ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন, এমন খবর শোনার পর দুই প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে গেলে ফলাফল ঘোষণা সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

তবে নির্বাচন সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে তার আগ পর্যন্ত ৭২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে রিফাত ৩৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। সাক্কু পেয়েছিলেন ৩২ হাজার ৩২২ ভোট।

Comments

The Daily Star  | English
Yunus speech at Earthna Summit 2025 in Doha

No one too poor to dream, no dream too big to achieve: Yunus

He says in his keynote speech at Earthna Summit 2025 in Doha

55m ago