আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করবে না: রিফাত

আরফানুল হক রিফাত। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করতে যাবে না বলে জানিয়েছেন দলটির মনোনীত মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।

তার দাবি, বিএনপির বহিষ্কৃত দুই নেতা মেয়র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে থাকবে।

ভোটের আগের দিন আজ মঙ্গলবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে তিনি এ কথা বলেন।

আরফানুল হক রিফাত বলেন, 'আমরা নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।'

'আওয়ামী লীগ কোনো কেন্দ্র দখল করবে না। বরং বিএনপির দুই প্রার্থীর দ্বন্দ্বে নৌকা সুবিধাজনক অবস্থানে থাকবে,' যোগ করেন তিনি।

নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, তা মেনে নেওয়ার কথা জানিয়ে রিফাত বলেন, 'অন্য কেউ বিজয়ী হলে আমি ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেবো।'

এর আগে বিকেলে আরফানুল হক রিফাতের বিরুদ্ধে নির্বাচনকে সামনে রেখে আশেপাশের ইউনিয়ন থেকে লোকজন এনে নগরীতে জড়ো করার অভিযোগ আনেন স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু।

আওয়ামী লীগ প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি।

কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি নির্বাচন আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হবে। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার দুজন।

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

5h ago