নির্বাচনী দায়িত্ব অবহেলায় কঠোর শাস্তির হুঁশিয়ারি কুমিল্লার এসপির

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য গাফিলতি বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।
পুলিশ সুপার ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য গাফিলতি বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।

আগামীকালের সিটি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আজ মঙ্গলবার এ হুঁশিয়ারি জানান এসপি।

ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে বেলা ১১টায় এসপি ফারুক আহমেদ বলেন, 'দায়িত্বরত অবস্থায় কেউ দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না। দুষ্কর্মের হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

পুলিশ সুপার ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশের চাকরির শৃঙ্খলা স্তরের নূন্যতম কাজ হলো দায়িত্বশীল হতে হবে, নতুবা অতীতের মতো শাস্তি পেতে হবে। পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।'

এসপি কার্যালয় সূত্র জানায়, এবারের কুমিল্লা সিটি নির্বাচনে ৩ হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে তারা দায়িত্ব পালন করবেন।

কুমিল্লার রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি নির্বাচন আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হবে। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার দুজন।

Comments

The Daily Star  | English
PM Sheikh Hasina

Column by Mahfuz Anam: From people to a ‘bubble’

Today's Awami League only speaks to the mirror because it cannot tolerate the retort that would come if it spoke to the people.

13h ago