সরকারি প্রকল্পে বাড়তি সময় ও ব্যয় বন্ধ হবে কবে?
গত ১৯ এপ্রিলের একনেকের সভায় ৫টি প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে এবং একইসঙ্গে প্রকল্পগুলোর ব্যয় ৩ হাজার ১০৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি। বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যয়-সময়সীমা বাড়াটাই মনে হচ্ছে এখন আমাদের দেশে স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে।
কিন্তু ব্যাপারটি কি এতোটাই স্বাভাবিক? অন্যান্য দেশে প্রকল্পগুলো কি এভাবেই চলছে? বাংলাদেশে কেন এ অবস্থার সমাধান হচ্ছে না? এই ব্যয়-সময় বৃদ্ধির মাশুল কে দেবে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বিভিন্ন প্রকল্পের ব্যয়, সময় বৃদ্ধি এবং বাংলাদেশের প্রকল্প পরিচালনার অবস্থা নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।
Comments