যেভাবে শ্রীলঙ্কা-বাংলাদেশ হয়ে ভারতে পাচার হচ্ছে জাল রুপি
'ফিক' বা ফেক ইন্ডিয়ান কারেন্সি গ্রুপ। পাকিস্তানের স্থানীয়দের কাছে এই চক্রের সদস্যরা 'ভাইয়া' নামে পরিচিত, যারা ভারতীয় মুদ্রা জাল করে। পরে পার্শ্ববর্তী দেশগুলোকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এসব জাল মুদ্রা পৌঁছে দেন ভারতে। সম্প্রতি বাংলাদেশে জাল মুদ্রা পাচারকারী চক্রের কয়েকজন সদস্য গ্রেপ্তার হয়। তারপর বের হয়ে এসব তথ্য।
বাংলাদেশে এই চক্রের সঙ্গে এমন কিছু মানুষ জড়িত, যাদের পরিচয় জানলে অবাক হতে হয়। তারা কারা? কীভাবে পরিচালিত হয় তাদের কাজ? কীভাবে ভারতীয় জাল নোট বাংলাদেশকে রুট বানিয়ে পাচার হচ্ছে? কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই চক্রের বাংলাদেশি সদস্যরা?
সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের স্টার ক্রাইম ফাইল
Comments