বিমান ও সৌদি এয়ারলাইন্সের একচেটিয়া হজ ফ্লাইটে জিম্মি যাত্রীরা?

করোনা মহামারির কারণে ২ বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ যাত্রা। তবে হজ এজেন্সি ও ট্রাভেল এজেন্সিগুলোর সংগঠনের অভিযোগ, হজ ফ্লাইট পরিচালনার অনুমতি আছে কেবল বাংলাদেশ বিমান ও সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন্সের। এ কারণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

ঠিক কী কারণে এবং কেন শুধু রাষ্ট্রীয় ২টি এয়ারলাইন্স হজ যাত্রী বহনের এই অনুমতি পেয়েছিল? হজ যাত্রী পরিবহনে অন্য এয়ারলাইন্সগুলোকে যুক্ত করার দাবি কতটা যৌক্তিক?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে আসন্ন হজ ফ্লাইট ব্যবস্থাপনা নিয়ে হজ এজেন্সিগুলোর অভিযোগের যৌক্তিকতা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার রাশিদুল হাসান।

Comments