বইমেলা শেষ, ময়লার ভাগাড় সোহরাওয়ার্দী উদ্যান
ছেঁড়া কাগজ, কাপড়, কার্ডবোর্ড, প্লাস্টিকের কাপ, শপিং ব্যাগ, পলিথিনসহ অসংখ্য আর্বজনা ছড়িয়ে আছে মাঠজুড়ে। বইমেলা শেষ হয়েছে পাঁচ দিন আগে, অথচ এখনো সরানো হয়নি এসব জঞ্জাল। এতে সোহরাওয়ার্দী উদ্যান যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
এসব জঞ্জাল অপসারণের দায়িত্ব কার? গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলা একাডেমি নাকি প্রকাশনা সংস্থার?
দেখুন স্টার নিউজবাইটস-এ।
Comments