পোস্ট অফিসের মাসিক বরাদ্দ ১৫ টাকা!
ভার্চুয়াল যোগাযোগের এ সময়ে কাগজে লেখা চিঠি প্রায় ভুলতে বসা একটি যোগাযোগমাধ্যম। তবুও, চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী মহাসড়কের পাশে প্রায় ৫০ বছরের পুরনো একটি পোস্ট অফিস মনে করিয়ে দেয় চিঠির স্মৃতি।
সবচেয়ে মজার ব্যাপার হলো, পোস্ট অফিসটি মাটির তৈরি। মাটির ঘরের পাশে রাখা চিঠির লাল বাক্সটি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে অতীতে।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে তৈলারদ্বীপ মাটির পোস্ট অফিসের গল্প।
Comments